অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো এক সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ হাইকোর্টের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৭:২০ পিএম

অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো এক সপ্তাহের মধ্যে বন্ধের নির্দেশ হাইকোর্টের

অননুমোদিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো সাত দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। অননুমোদিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর কার্যক্রম বন্ধ চেয়ে করা সম্পূরক এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলে হাইকোর্ট ২৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন রেখেছেন। 

বন্ধ করতে আইনি পদক্ষেপ?

গত ৫ মে সংবাদপত্র ও গণমাধ্যমকর্মীদের জন্য নৈতিক আচরণ বিধি প্রণয়নে পদক্ষেপ নিতে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশ পাঠান। এর জবাব না পেয়ে আইনজীবী রাশিদা চৌধুরী ও জারিন রহমান রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৬ আগস্ট হাইকোর্টের একই বেঞ্চ রুল দেন।

অননুমোদিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। সংবাদপত্র, সব সংবাদ এজেন্সি এবং সাংবাদিকদের জন্য নৈতিক আচরণ বিধি প্রণয়নে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং নৈতিক আচরণ বিধি প্রণয়নে যথাযথ আইনি পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়। তথ্যসচিব, বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে সাত দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। এ অবস্থায় সম্পূরক আবেদনটি দাখিল করেন রিট আবেদনকারীরা।

আদালতে রিটের পক্ষে রাশিদা চৌধুরী ও জারিন রহমান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

গল্প সাজানোর অভিযোগ

পরে আইনজীবী রাশিদা চৌধুরী বলেন, মুনিয়ার মরদেহ উদ্ধার, পরীমনিসহ কয়েকটি ঘটনা নিয়ে অনিবন্ধিত বিভিন্ন অনলাইন মুখরোচক গল্প সাজিয়ে বিভিন্ন ধরনের সংবাদ প্রচারের পরিপ্রেক্ষিতে রিটটি করা হয়। এসব সংবাদ পরিবেশন বন্ধে বিটিআরসি বা প্রেস কাউন্সিলের কোনো উদ্যোগ দেখা যায়নি। আবার অনেকগুলো অনলাইন নিউজ পোর্টাল অনুমোদন পেলেও সেগুলো এখনো নিবন্ধিত হয়নি। অননুমোদিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর কার্যক্রম চলছে। রুলের জবাব হাতে আসেনি। এ অবস্থায় অননুমোদিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো বন্ধ চেয়ে সম্পূরক আবেদনটি করা হলে হাইকোর্ট ওই আদেশ দেন।

Link copied!