কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ৪ সহোদর বোন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৯, ২০২২, ০৯:০৪ পিএম

কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ৪ সহোদর বোন

কুমিল্লার নাঙ্গলকোটে চার সহোদর বোন নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তারা নিখোঁজ। আজকের পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চার বোনের তিনজন স্থানীয় আফসারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থী। সবার ছোট বোনটি পার্শ্ববর্তী নারুয়া তা’লিমুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাদের বাবা।

তারা উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের মেয়ে। মজিবুল হক দীর্ঘদিন যাবৎ মরদেহ গোসল ও দাফনের কাজ করে আসছেন।

পরিবারের সূত্রে জানা যায়, উপজেলার কালেম গ্রামের মজিবুল হকের কোনো পুত্রসন্তান নেই। চার মেয়ের মধ্যে তাসনিম জাহান (১৭), মারজাহান (১৪) ও তাজিন সুলতানা (১২) নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসায় যথাক্রমে আলিম প্রথম বর্ষ, অষ্টম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আর ছোট মেয়ে মাইশা সুলতানা (৬) নারুয়া তা’লিমুল কোরআন মডেল মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী।

নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।’

Link copied!