ঘরে ফিরেছেন মিয়ানমারে আটক ২২ বাংলাদেশী জেলে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২১, ২০২১, ০১:১৩ পিএম

ঘরে ফিরেছেন মিয়ানমারে আটক ২২ বাংলাদেশী জেলে

মিয়ানমারের নৌ-বাহিনী আটক ২২ বাংলাদেশী জেলেকে মুক্তি দিয়েছে। রবিবার (২১ নভেম্বর) বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেন, “শনিবার (২০ নভেম্বর) রাতে মিয়ানমারের নৌ-বাহিনী চারটি ট্রলারসহ ২২ বাংলাদেশী জেলেকে ছেড়ে দেয়।”

জেলেরা সবাই সেন্টমার্টিনে ফিরে যার যার বাড়ি চলে যায়। 

এর আগে, শনিবার (২০ নভেম্বর) সকালে সেন্টমার্টিনের বাসিন্দা নুরুল আমিন, মো. আজিম, মো. হোসেন এবং তার ছেলে মো. ইউনুছের মালিকাধীন ৪ ট্রলারে করে ২২ জন জেলে সাগরে মাছ শিকারে যায়।

এসময়, সেন্টমার্টিন দ্বীপের পূর্বদিকের সাগরে মিয়ানমার নৌ-বাহিনীর একটি জাহাজ গিয়ে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যায়। তাদের ফেরত আনতে মিয়ানমার নৌ-বাহিনীর সাঙ্গে যোগাযোগ শুরু করে বিজিবি। 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ বলেন, “মিয়ানমারের সমুদ্রসীমার অভ্যন্তরে প্রবেশ করায় ২২ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌ-বাহিনী।“

জেলেদের ছেড়ে দেওয়ার সময় তাদের সতর্ক করেছে, ভবিষ্যতে যাতে সমুদ্রসীমা লংঘন করে সাগরে মাছ শিকার করতে না আসে।

Link copied!