বিদ্যুৎ-গ্যাসসহ একটি ভবনে ঝুঁকিপূর্ণ যত সরবরাহ লাইন রয়েছে তা নিয়মিত চেক আপের মাধ্যমে ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ড. আতিকুল ইসলাম। রবিবার মগবাজারে একটি ভবনে বিস্ফোরণের পর দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে কথাগুলো বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যার যার বিল্ডিং এর কমপ্লায়েন্স সেফটির দায়িত্ব এবং দায়ভার তার তার নিতে হবে।
বিস্ফোরণে ক্ষতিগ্রস্তরা তাদের যথাযোগ্য ক্ষতিপূরণ পাবে বলেও মন্তব্য করেন ডিএনসিসি মেয়র। তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবে।
এ সময় নিহত এবং আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন মেয়র আতিক।
রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট এলাকায় বিকট আওয়াজে বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ নিয়ে সংশয় থাকলেও পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম জানান, এই ভবনে থাকা 'শর্মা হাউজ'-এর থেকে বিস্ফোরণের সূত্রপাত। ফায়ার সার্ভিস ধারণা পোষণ করে বলে, খুব সম্ভবত শর্মা হাউজে কোন গ্যাস লিক থেকে এর ভেতরে গ্যাস জমা হতে থাকে। সেখান থেকেই বিস্ফোরণ হয়। এ ঘটনায় এই তিন তলা ভবনের আশপাশে আরও ৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে রাস্তায় থাকা দুটি বাসও ছারখার হয়ে যায় নিমিষে।
এই বিস্ফোরণে এক শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও অনেকে। গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন ৩ জন। আহতর সংখ্যা প্রায় অর্ধশত।