সরকার ডলারের দাম নির্ণয় বা নিয়ন্ত্রণ করতে দিশেহারা হয়ে পড়েছে বলে দাবি করেছে গণফোরামের। সংগঠনটির সম্পাদক পরিষদের জরুরি সভায় বক্তারা এমন দাবি করেন। তারা জানান, সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ বিকেল ৫টায় গণফোরাম সভাপতির কার্যালয়ে গণফোরাম সম্পাদক পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গণফোরাম নির্বাহী সভাপতি মহিউদ্দিন আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, আইন সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলি, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, মহিলা সম্পাদক নিলুফার ইয়াসমিন শাপলা ও ছাত্র সম্পাদক সানজিদ রহমান শুভ।
সভায় গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, 'এই সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। শুধু বাজার নিয়ন্ত্রণে নয়, সকল সেক্টরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে। এই সরকারের ব্যর্থতা পুরোপুরিভাবে প্রমাণিত হয় ডলারের দাম নির্ণয় বা নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকার দিশেহারা, যা অর্থমন্ত্রীর দিশাহীন বক্তব্যে স্পষ্ট।'