অক্টোবর ১৫, ২০২২, ০৯:৪২ এএম
তিন দিনের সরকারি সফরে শনিবার দুপুরে ঢাকায় আসছেন ব্রুনেই দারুসসালামের সুলতান হাসানাল বলকিয়াহ। বেলা ১২টার দিকে বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌছানোর কথা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমা্নবন্দরে ব্রনেই সুলতানকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ব্রুনেই সুলতান এখন বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে কোনো দেশের সিংহাসনে থাকা শাসক।
আরও পড়তে পারেন: ব্রুনেইয়ের সুলতান সম্পর্কে যা জানা যায়
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রথমবারের মত বাংলাদেশে সফরে আসতে যাওয়া বলকিয়াহ ব্রুনেইয়ের প্রধানমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন।
ব্রুনেই সুলতানের সফরকালে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনার পাশাপাশি তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। গত মঙ্গলবার (১১ অক্টোবর) ব্রুনেই সুলতানের ঢাকা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন দুই দেশের মধ্যে সরাসরি বিমান চালু ও বাংলাদেশি জনশক্তি নেওয়াসহ তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা বলেছিলেন।
এরআগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, সুলতান বলকিয়াহকে আনুষ্ঠানিক অভ্যর্থনায় ২১ বার তপোধ্বনিসহ গার্ড অব অনার প্রদান করা হবে।
বিমানবন্দর থেকে সাভারে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এরপর ধানমণ্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।
সফরের প্রথমদিন রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন ব্রুনেইয়ের সুলতান। পরে তার সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি।
সফরের দ্বিতীয় দিন রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলকিয়াহ।
ব্রুনেই ১৯৮৪ সালে ব্রিটেনের উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পরপরই দুদেশের (বাংলাদেশ-ব্রুনেই) মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এরপর ১৯৯৭ সালে ব্রুনেইয়ে বাংলাদেশের কূটনৈতিক মিশন পুনঃস্থাপন করা হয়।
সুলতানের সঙ্গে প্রতিনিধিদলে রাজপরিবারের সদস্য, দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আসবেন।
এর আগে, ব্রুনেই সুলতানের আমন্ত্রণে ২০১৯ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দেশটিতে সফরে যান। ওই সময় বাংলাদেশ-ব্রুনেই’র মধ্যে সহযোগিতা বাড়ানোর আলোচনার পাশাপাশি ছয়টি সমঝোতা স্মারক সই হয়। ওই সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি রাজি হন এবং ২০২০ সালের এপ্রিলে তার ঢাকা সফর চূড়ান্ত করা হয়। তবে করোনাভাইরাসের মহামারির কারণে শেষ মূহুর্তে তা স্থগিত হয়।