তিস্তা ইস্যুতে দিল্লিকে পাঠানো চিঠির জবাব পায়নি ঢাকা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৬, ২০২৩, ১০:৫৮ পিএম

তিস্তা ইস্যুতে দিল্লিকে পাঠানো চিঠির জবাব পায়নি ঢাকা

তিস্তা নদী থেকে পানি প্রত্যাহারের জন্য নতুন করে দুটি খাল খনন বিষয়ে বিস্তারিত জানতে ভারতকে চিঠি দিলেও তার জবাব এখনও বাংলাদেশ পায়নি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়রের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এ তথ্য জানান।

মার্চের দ্বিতীয় সপ্তাহে ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের দার্জিলিং জেলায় তিনটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এরই ধারাবাহিকতায় তিস্তার উজানে আরও দুটি খাল খনন করবে নরেন্দ্র মোদি প্রশাসন। এর মাধ্যমে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কৃষি জমিগুলো সেচের আওতায় আনতে চায় ভারত। এই প্রকল্পের জন্য এরই মধ্যে প্রায় এক হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়।  

তিস্তা নদীর পানি প্রত্যাহারের জন্য খাল খননের খবর গণমাধ্যমে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কাছে নোট ভারবাল পাঠায়।

ওই নোটের আপডেট তথ্য সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া কূটনৈতিক পত্রের (নোট অব ভারবাল) জবাব এখনো দেয়নি ভারত।”

র‌্যাব নিয়ে জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে ও নেত্রনিউজের প্রতিবেদনের প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, “র‌্যাব দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করে। কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য র‌্যাবকে ব্যবহার করা হচ্ছে না। এ ব্যাপারে আমরা নিশ্চিত।”

পুলিশ কর্মকর্তা হত্যা মামলা আসামি দুবাই প্রবাসী স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন জানান, পুলিশ সদস্য হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এ জন্য আরাভ সংক্রান্ত সব প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে বাংলাদেশ মিশন।

Link copied!