টাঙ্গাইল পৌরসভায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-বেড়াডোমা-ওমরপুর সড়কের বেড়ডোমা এলাকার লৌহজং নদীর ওপর নির্মিত ওই সেতুটি দেবে যায়।
স্থানীয় সূত্র জানায়, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার কারণে সেতুটি দেবে গেছে। সেতু নির্মাণে ঠিকাদার ও প্রকৌশলীর গাফিলতি রয়েছে বলেও স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় টাঙ্গাইল পৌরসভা সেতুটির বাস্তবায়ন করছে। আট মিটার প্রস্থের ৩০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে তিন কোটি ৬০ লাখ ১৮ হাজার টাকা।
স্থানীয় ব্রিকস অ্যান্ড ব্রিজ লিমিটেডসহ দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২০ সালের ১২ নভেম্বর থেকে যৌথভাবে সেতুটির নির্মাণকাজ শুরু করে। গত মে মাসে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। গত সপ্তাহে সেতুটির ওপরের অংশে ঢালাই করা হয়। গত বৃহস্পতিবার রাতে সেতুটির সেন্টারিং সাটারিং সরে গিয়ে মাঝখানে প্রায় সাড়ে তিন ফুট দেবে যায়।
সেতু দেবে যাওয়ায় এ বিষয়ে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, “দুর্ভোগ লাঘবে কাজটি শেষ করার জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে; কিন্তু পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কোনো কথাই শোনে না। সেতুটি দেবে যাওয়ায় লাখ লাখ মানুষের দুর্ভোগ আরো বেড়ে গেল।”
তবে পৌরসভার ইঞ্জিনিয়ার শিব্বির আহমেদ আজমী দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি করে মূল রহস্য উদঘাটন করা হবে।”