পরিবহন: অর্ধেক ফাঁকা নয়, ‘যত আসন তত যাত্রী’ চালু

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২২, ১০:৩৪ এএম

পরিবহন: অর্ধেক ফাঁকা নয়, ‘যত আসন তত যাত্রী’ চালু

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রাখার কথা থাকলেও শেষ পর্যন্ত নতুন নিয়মে ‌‘যত আসন তত যাত্রী’ চালু করেছে পরিবহন মালিকরা।  শনিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে যত আসন ততজন যাত্রী নিয়ে চলছে বাস। কোনোভাবেই বাসে দাঁড়িয়ে যাত্রী বহন করা যাবে না বললেও শেষমেস সেটি বলবৎ থাকবে কিনা, তা নিয়ে সংশয় আছে। বাসে এখনও অতিরিক্ত যাত্রী দেখা যাচ্ছে না। তবে লঞ্চ ও ট্রেন অর্ধেক আসন খালি রেখে চলছে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের জারি করা স্বাস্থ্যবিধি অনুয়ায়ি, শনিবার থেকে সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। বাসে স্যানিটাইজার রাখতে হবে। করোনা টিকার সার্টিফিকেট ছাড়া বাস চালাতে পারবেন না চালক ও শ্রমিকরা।

এর আগে বৃহস্পতিবার (১৩ জানুয়াইর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, “বিআরটিএ’র (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) চেয়ারম্যানের সঙ্গে আমাদের আবারও আলোচনা হয়েছে। আলোচনায় শনিবার থেকে গণপরিবহনের যত আসন তত যাত্রী নিয়ে চলাচলের বিষয়ে একমত হয়েছে বিআরটিএ। কারণ অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন চলাচল করলে যাত্রী ভোগান্তি বাড়বে।”

সব পরিবহন মালিকদের বিআরটিএর ওই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে জানিয়ে খন্দকার এনায়েত উল্যাহ আরও বলেন, “এক্ষেত্রে যারা সরকারের স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, করোনা সংক্রমণের নতুন ধরন ওমিক্রনের দাপটে দেশে করেনা সয়ংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার। ট্রেন, বাস এবং লঞ্চে অর্ধেক যাত্রী চলাচলের কথা বলা হলেও যাত্রী ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে বাসে যত সিট তত যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত নেয় বাস মালিক সমিতি।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সরকার ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে। গত বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশবাসীকে দেওয়া এসব বিধিনিষেধের মধ্যে অন্যতম হলো-উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখা।

Link copied!