পানি বণ্টন চুক্তি চূড়ান্ত করতে ঢাকা ও দিল্লি কাজ করছে: শ্রিংলা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২১, ২০২২, ০৮:৫৩ পিএম

পানি বণ্টন চুক্তি চূড়ান্ত করতে ঢাকা ও দিল্লি কাজ করছে: শ্রিংলা

গঙ্গা নদীর পর এবার অন্যান্য নদীর পানি বণ্টনের চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে  ভারত ও বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা। তবে বহুল প্রত্যাশিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তোলেননি বলে জানা গেছে।

সোমবার ভারতের সিমলায় এনজিও ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত ১০তম ভারত-বাংলাদেশ মৈত্রী সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ওই সংলাপে অংশ নেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ওই সংলাপে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, “ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে ৫৪টি অভিন্ন নদী; যা আসলে দুই দেশের পারস্পরিক সম্পদ ও দায়দায়িত্বের অংশ। গঙ্গার পানি বণ্টনের ঐতিহাসিক চুক্তি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে “

বাংলাদেশে নিযুক্ত ভারতের এই সাবেক হাইকমিশনার আরও বলেন, “এখন আমরা নদীতে বাঁধ নির্মাণ ও লবণাক্ততা সমস্যা মোকাবেলায় যা যা করা উচিত সেগুলো রেখে চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছি।”

জলবায়ু পরিবর্তনের প্রভাব ভারত ও বাংলাদেশ দুই দেশেই অনুভূত হচ্ছে বলে উল্লেখ করেন শ্রিংলা। এ ছাড়া পানি সংরক্ষণ, মৎস্য, বন্যা ব্যবস্থাপনা এবং নদীদূষণ মোকাবেলায় ব্যাপক সহযোগিতার আহ্বান জানান তিনি।

ভারতীয় পররাষ্ট্রসচিব ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা লালন ও সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, “‌‌‌‌উগ্রপন্থী এবং স্বাধীনতাবিরোধী শক্তি তাদের নিজেদের স্বার্থ হাসিলে আমাদের অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শ্রিংলা বলেন, দুই দেশের জনগণের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্কই ভারত-বাংলাদেশ সম্পর্কের চাবিকাঠি।”

মানুষের সহজ ট্রানজিট নিশ্চিত করার পাশাপাশি সীমান্তে অবৈধ কর্মকাণ্ড বন্ধে সীমান্ত অবকাঠামোকে শক্তিশালী করা এবং আরো সীমান্ত হাট চালুর ওপর জোর দেন ভারতের পররাষ্ট্র সচিব।

দ্বিপাক্ষিক বাণিজ্যের কথা উল্লেখ করে  হর্ষবর্ধন শ্রিংলা বলেন, “প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রপ্তানির কোয়ান্টাম উল্লম্ফন হয়েছে এই বছর তা দুই বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।” এই প্রেক্ষাপটে তিনি প্রস্তাবিত দ্বিপাক্ষিক 'কমপ্রিহেনসিভ ইকোনমিক কোঅপারেশন' চুক্তিটি দ্রুত সাক্ষর করার ওপর তাগিদ দেন।

বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে সংসদ সদস্য ও রাজনৈতিক নেতা, ভারতের সাবেক হাইকমিশনার, কূটনীতিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা রয়েছেন।

Link copied!