পুলিশ মাইকিং করে ভোটারদের ডাকছে : মির্জা আব্বাস

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৭:০০ পিএম

পুলিশ মাইকিং করে ভোটারদের ডাকছে : মির্জা আব্বাস

উপনির্বাচনে পুলিশ মাইকিং করে ভোটারদের ডাকছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার  রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে বিএনপির পদযাত্রা শুরুর আগে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জায়গায় আজ উপ-নির্বাচন হচ্ছে। সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটার নাই। মিডিয়াকে প্রচার হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়ার একটি কেন্দ্রে তিন/চারটি কুকুর ঘুমিয়ে আছে।

“আল্লাহ বাঁচাইছে যে, কুত্তার ভোট দেওয়ার অধিকার নাই। যদি থাকত তাহলে কী সর্বনাশটা হয়ে যেত এখন!

“এখন একটা খবর শুনলাম, একটা কেন্দ্রে কেনো ভোটার যাচ্ছে না। পুলিশ নাকি মাইকিং করতেছে, ভোটার ডাকতেছে। আমি আমার জীবনে শুনি নাই ভাই এ রকম কথা… অর্থাৎ পুলিশ মাইকে ডাকছে, ভোট দিতে আসেন।”

এ সময় বিএনপির নেতা-কর্মীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপির পদযাত্রা আওয়ামী লীগের পতনযাত্রা। এখন শুধু সময়ের অপেক্ষা। পদযাত্রায় মানুষের এত ভিড়, সুই ফেলারও জায়গা নেই।

বিএনপির এই নেতা বলেন, আমরা চিৎকার ও চুপ থাকলেও আওয়ামী লীগ ভয় পায়। তারা বুঝে গেছে বেশি দিন ক্ষমতায় নেই। তাই এ মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার।

Link copied!