প্রথমবারের মত চুক্তিভিত্তিক আইজিপি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৩, ০৭:৪৬ পিএম

প্রথমবারের মত চুক্তিভিত্তিক আইজিপি

বাংলাদেশ পুলিশের ৩২তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে ইতিহাস গড়লেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। দেশে তিনিই প্রথম আইজিপি হিসেবে দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন।

সোমবার তাঁকে দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহা. রফিকুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা-৪৯ অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে দেড় বছর মেয়াদে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এর মাধ্যমে দেশে প্রথম কোনো আইজিপি চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন।

দেশের একমাত্র আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের প্রথম মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন আবদুল খালেক। স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের সময় (১৯৭১) ১৭ এপ্রিল থেকে প্রথম আইজিপি হিসেবে তিনি ১৯৭৩ সালের ২৩ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার পর থেকে আবদুল্লাহ আল-মামুন ৩১তম আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় কোনো আইজিপিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়নি।

Link copied!