মার্চ ১৩, ২০২৩, ১০:১৯ পিএম
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু ভবনে প্রধানমন্ত্রীর পক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ফুল দিতে যাওয়া কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সরকারপ্রধান শেখ হাসিনা।
জাতিসংঘ এলডিসি সম্মেলন উপলক্ষ্যে প্রধানন্ত্রীর কাতার সফর সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে সোমবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে অবস্থানকালে গত ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তার পক্ষে শ্রদ্ধা জানান শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এরপর থেকেই ববি রাজনীতিতে আসছেন বলে গুঞ্জন শুরু হলে সোমবার সংবাদ সম্মেলনে তা উড়িয়ে দেন প্রধানমন্ত্রী।
ববির ফুল দেওয়া সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “হ্যাঁ ৭ মার্চ রাদওয়ান মুজিব সিদ্দিক ববি শ্রদ্ধা জানাতে গেছে। সেটা আমাদের পরিবারের পক্ষ থেকে গেছে। এটা কোনো রাজনৈতিক অ্যাম্বিশন থেকে নয়।”
প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা দেশের স্বার্থে কাজ করছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন,“আমি এবং শেখ রেহানা। আমাদের পাঁচ ছেলে-মেয়ে, তারা আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আজকে ইয়াং বাংলা বলেন, স্টার্টআপ প্রোগ্রাম বলেন, সিআরআই থেকে অনেক রকম গবেষণা; তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তারা কাজ করে যাচ্ছে দেশের স্বার্থে। আমরা আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি, সেখানে দক্ষ জনশক্তি গড়ে তোলার যে কাজ, সেখানে তাদের সকলের অবদান রয়েছে।”
সরকারপ্রধান বলেন, “আমাদের পরিবারের সন্তানরা নানা খাতে কাজ করছেন। কেউ অটিজম নিয়ে কাজ করছে। তারা আসলে দেশের মানুষের জন্য কাজ করছে। কিন্তু ওই রকম অ্যাম্বিশন নিয়ে নয়। এখন পর্যন্ত আমরা বলতে পারি, তাদের কিন্তু দলেরও মেম্বার করিনি। তারা রাজনৈতিক অভিলাষ বা কোনো স্বার্থ নিয়ে কাজ করে না “
প্রধানমন্ত্রীর অনুপস্থিতে তাঁর পক্ষে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ফুল দেওয়ার বিষয়ে এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কথা বলেছেন।
ববির শ্রদ্ধা নিবেদনের বিষয়ে গত সপ্তাহে ওবায়দুল কাদের বলেছিলেন, “প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে নেই। ঐতিহাসিক ৭ মার্চ আমাদের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিবস। প্রধানমন্ত্রী ও পরিবারের পক্ষ থেকে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ফুল দিয়েছেন।”
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।