বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা, শুরু ১৩ জানুয়ারি

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৩, ২০২২, ০৮:১৫ পিএম

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা, শুরু ১৩ জানুয়ারি

করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার দুই বছর পর অবারও আসছে জানুয়ারিতে তাবলিগ জামাতের দুই গ্রুপের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্ব আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২০ থেকে ২২ জানুয়ারি তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে ইজতেমার প্রথম পর্ব আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপে ২০ থেকে ২২ জানুয়ারি তুরাগ তীরে অনুষ্ঠিত হবে।

করোনার কারণে গত বছর বিশ্ব ইজতেমা হয়নি জানিয়ে  আসাদুজ্জামান খান কামাল বলেন, এবার পরিস্থিতির উন্নতি হওয়ায় ২০২৩ সালে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে টঙ্গীর মাঠে ইজতেমা করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মতবিরোধ নিরসরে এবারও দুই ভাগে ইজতেমা অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাওলানা জুবায়ের আহমদ গ্রুপ প্রথমে ১৩ থেকে ১৫ জানুয়ারি ইজতেমা করবেন। দ্বিতীয় পক্ষের নেতা মাওলানা ওয়াসিফুল ইসলাম গ্রুপের ইজতেমা ২০ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ইজতেমায় স্বাস্থ্যবিধি মেনে চলাসহ দূরে বসতে হবে মাস্ক পরতে হবে।  করোনাভাইরাস প্রতিরোধী  টিকা নেওয়া ছাড়া কেউ ঢুকতে পারবেন না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, ঢাকা থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গী তুরাগ নদীর তীরে টঙ্গীর বিশাল ময়দানে ১৯৬৭ সাল থেকে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।

ভারতের প্রখ্যাত মাওলানা তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই গ্রুপ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন।

Link copied!