একদিকে চলছে মহামারি করোনাভাইরাসের করাল গ্রাস। এরমধ্যেই মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে শুরু হয়েছে এডিশ মশার দাপট। রাজধানী ঢাকাসহ সারাদেশে বুধবারই এডিশ মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৩ জনে। বুধবার গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর মধ্যে ২৩০ জন ঢাকার এবং ঢাকার বাইরের রয়েছেন ৪৮ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশে হাসপাতালে চিকিৎসাধীন মোট ১১৯৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকায় ১ হাজার ৯০ জন ও ঢাকার বাইরের ১০৩ জন। এ নিয়ে চলতি আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৬ হাজার ১৯৫ জনের। এদের মধ্যে ৬০৫ জন ডেঙ্গু রোগী ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২১১ জনের মধ্যে ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৮ জন ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ১৫২ জন ভর্তি হন। ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই জুলাই ও আগস্ট মাসে মারা গেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত, পুরো পৃথিবীতে কীটপতঙ্গের আক্রমণে প্রতিবছর যত মানুষ মারা যায়, তারমধ্যে মশাবাহিত রোগে মারা যায় সর্বোচ্চ সংখ্যক মানুষ।মশাবাহিত রোগ বিষয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রতিবছর ২০শে অগাস্ট পালিত হয় বিশ্ব মশা দিবস। কীটতত্ত্ববিদ এবং গবেষকেরা বলছেন, বাংলাদেশে এখন পর্যন্ত ১২৩ প্রজাতির মশার খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে ঢাকাতেই ১৪টি প্রজাতির মশা পাওয়া যায়।