ভাসানচরে আশ্রয়ণ প্রকল্পে ১০ দেশের রাষ্ট্রদূতের সন্তোষ প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩, ২০২২, ০৫:৫৫ পিএম

ভাসানচরে আশ্রয়ণ প্রকল্পে ১০ দেশের রাষ্ট্রদূতের সন্তোষ প্রকাশ

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে নোয়াখালির ভাসানচরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন ১০ দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে হেলিকপ্টার যোগে তারা ভাসানচরে পৌঁছেন। পরে প্রকল্প ঘুরে  দেখেন এবং রোহিঙ্গাদের সাথে কথা বলেন। এসময় রাষ্ট্রদূতরা সন্তোষ প্রকাশ করে জানান, তারা  নিজ নিজ দেশের সরকারকে রোহিঙ্গাদের আশ্রায়ণ প্রকল্প সম্পর্কে ইতিবাচক রিপোর্ট দেবেন।

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, কোরিয়া, পিলিপাইন, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক ও ইতালির রাষ্ট্রদূত, কানাডার হাইকমিশনার, ইউএসএর চার্জ ডি অ্যাফেয়ার্সসহ সরকারি উর্ধ্বতন কর্মকর্তা সমন্বিত ১৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ভাসানচর প্রকল্প পরিদর্শনে যান। 

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যম বলেন, “জার্মানি, নরওয়ে, সুইডেনসহ ১০ দেশের রাষ্ট্রদূতরা হেলিকপ্টার যোগে ভাসানচর পৌঁছান। তারা হ্যালিপ্যাডে নামার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিভিন্ন বয়সের রোহিঙ্গা সদস্যদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ সার্বিক বিষয় নিয়ে মত বিনিময় করেন এবং ভাসানচরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে দেশটি থেকে পালিয়ে আসা প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে আরো কয়েক লাখ রোহিঙ্গা এসে বাংলাদেশের কক্সবাজারের পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছেন। রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে অবস্থান করছেন ২২ হাজার ৬০৪ জন রোহিঙ্গা।

Link copied!