মে ৭, ২০২২, ০৩:৫৩ পিএম
মৌলভীবাজারের আনারস পাতা থেকে ‘উন্নতমানের’ আঁশ এবং তা থেকে উন্নত সুতা তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন কৃষি গবেষকরা। এ জেলায় 'হানিকুইন', 'জায়েন্ট কিউ' আর 'জলডুপি' জাতের আনারসের চাষ হয়। এসব আনারসের পাতার ওপর পরীক্ষা চালিয়ে এমন প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তরসহ এ ক্ষেত্রের অন্যান্য গবেষকরা।
একটি বেসরকারি সংস্থার আয়োজনে জাপান থেকে আসা একটি পরিদর্শক দল জেলার কমলগঞ্জ, কুলাউড়া ও বড়লেখার বিভিন্ন আনারস বাগান পরিদর্শন করেন। ওই দলের সদস্যরাও উন্নত আঁশ ও সুতা তৈরির সম্ভাবনার কথা জানিয়েছেন।
আনারসের পাতা থেকে তৈরি সুতা
একই সঙ্গে এখানকার আনারস পাতা থেকে আঁশ ও সুতা তৈরি করা গেলে তা বিদেশে রপ্তানিরও বিপুল সম্ভবানা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।ইতোমধ্যে টাঙ্গাইলের মধুপুরে একটি কারখানায় 'ক্যালেন্ডার' প্রজাতির আনারসের পাতা থকে ফাইবার তৈরির কাজ চলছে এবং তা ‘বিদেশে রপ্তানি’ হচ্ছে বলে কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে।
মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী জানান, ২০ হাজার ৮০০ মেট্রিক টন লক্ষ্যমাত্রা ধরে এ বছর জেলার ১ হাজার ২০২ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। চাষাবাদে জেলার পাঁচশ কৃষক সম্পৃক্ত আছেন বলেও অধিদপ্তরের এই কর্মকর্তা জানিয়েছেন।