যুদ্ধের মধ্যেই ইউক্রেনের একাধিক মন্ত্রী বরখাস্ত, দেশত্যাগে নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৩, ১০:১৪ পিএম

যুদ্ধের মধ্যেই ইউক্রেনের একাধিক মন্ত্রী বরখাস্ত, দেশত্যাগে নিষেধাজ্ঞা

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীর হামলা শুরুর পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। তবে এই যুদ্ধের মধ্যেই একাধিক মন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় তাদের বরাখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া, দুর্নীতিবিরোধী অভিযানের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রথম ধাপেই সরকারের অনুমতি ছাড়া সিনিয়র সরকারি কর্মকর্তাদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞাও জারি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, বরখাস্ত হওয়াদের মধ্যে প্রেসিডেন্টের শীর্ষস্থানীয় এক উপদেষ্টা, চারজন সহকারী মন্ত্রী ও পাঁচজন আঞ্চলিক গভর্নর রয়েছেন। এরই মধ্যে তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। আর নির্দেশ পাওয়ার পরই  শুরু হয়েছে দুর্নীতিবিরোধী অভিযান।

মঙ্গলবার প্রেসিডেন্টের কার্যালয়ের সহকারী প্রধান কিরিলো টিমোশেঙ্কোকে প্রথম বরখাস্ত করা হয় বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়। রুশ বাহিনী ইউক্রেনে হামলার পর থেকেই  টিমোশেঙ্কো জেলেনস্কি সরকারের মুখপাত্রের ভূমিকায় আসেন। তাঁর বিরুদ্ধে সরকারি অর্থে বিলাসবহুল গাড়ি ব্যবহার করার অভিযোগ উঠেছে। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেন।

সামরিক বাহিনীর সদস্যদের খাদ্য সরবরাহে অনিয়মের অভিযোগে জেলেনস্কি সরকার বরখাস্ত করেন সহকারী প্রতিরক্ষামন্ত্রী ভিয়াশ্চেস্লাভ শাপোভালভকে। অজানা প্রতিষ্ঠান থেকে বেশি দামে খাদ্যদ্রব্য কিনে মজুত রেখে উচ্চ মূল্যে বিক্রির জন্য চুক্তি করার অভিযোগ পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে একে ‘টেকনিক্যালি প্রোব্লেম’ বলেছে।একই অভিযোগ উঠেছে প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভের বিরুদ্ধেও।

Link copied!