আগস্ট ১৭, ২০২৫, ০১:০১ পিএম
ছবি: সংগৃহীত
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ থেকে জনৈক রিকশাচালককে আটকের পর হত্যা মামলার আসামি করা হয়েছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, সেটি ‘অহেতুক ভুল’ তথ্য বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট ২০২৫, ধানমণ্ডি ৩২ এলাকা হতে মো. আজিজুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ধানমণ্ডি থানার এপ্রিল মাসে রুজুকৃত একটি মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে ১৬ আগস্ট তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে ধৃত মো. আজিজুর রহমানকে যে মামলায় সন্দিগ্ধ আাসামি হিসেবে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক।
এমতাবস্থায়, বর্ণিত বিষয়ে কোনরকম বিভ্রান্তি ছড়ানো থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।