রাজধানী ঢাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা দূরপাল্লার বাসের সব কাউন্টার পর্যায়ক্রমে শহরতলীর টার্মিনালগুলোতে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)মেয়র শেখ ফজলে নূর তাপস।
এরই ধারাবাহিকতায় ২ মে থেকে প্রথমে কুমিল্লা ও সিলেটগামী বাস কোম্পানির এবং আগামী বছরের জানুয়ারি থেকে চট্টগ্রামগামী বাসের কাউন্টারগুলো রাজধানীর ভেতর থেকে সরিয়ে নেওয়ার সময়সীমা নির্ধারণের কথা জানান ডিএসসিসি মেয়র।
বুধবার সন্ধ্যায় ঢাকা দক্ষিণ নগর ভবনে সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতাদের সাথে ঢাকার দুই সিটি মেয়রের বৈঠকে ‘সর্বসম্মতিক্রমে’ এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।
শেখ ফজলে নূর তাপস বলেন, “আজকের সমন্বয় সভায় সামগ্রিক পর্যালোচনা ও সামনের পবিত্র ঈদ-উল-আযহার সময় বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে আমরা ১ এপ্রিলের পরিবর্তে ২ মে (১ মে ঈদের বন্ধ) থেকে সিলেট ও কুমিল্লাগামী বাসের সব কাউন্টার সায়েদাবাদ বাস টার্মিনালে স্থানান্তর করতে বলেছি।”
এ সময় তিনি বলেন, যত বাধা-বিপত্তিই আসুক রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে একটি শৃঙ্খলার মধ্যে আনা হবে।
মেয়র তাপস বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যে কাঁচপুরের আন্তঃজেলা বাস টার্মিনাল ব্যবহার উপযোগী হবে। জানুয়ারি থেকে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লাসহ ওই এলাকার সকল জেলার বাস কাউন্টার সেখানে স্থানান্তর করতে হবে। ঢাকার অভ্যন্তরে তখন সেসব এলাকার আর কোনও কাউন্টার রাখা যাবে না।”
সভায় আসন্ন রমজান মাসে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করে যান চলাচল স্বাভাবিক রাখতে অঙ্গীকার ব্যক্ত করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।