রাজধানীর ২১টি স্থানে এবার কোরবানীর পশুর হাট

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২, ২০২২, ০৮:০৭ পিএম

রাজধানীর ২১টি স্থানে এবার কোরবানীর পশুর হাট

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার গাবতলী স্থায়ী পশুর হাট এবং দক্ষিণ সিটি এলাকার সারুলিয়া স্থায়ী পশুর হাটে গরু–ছাগল বিক্রি এরইমধ্যে শুরু হয়েছে। এগুলো ছাড়া এবার রাজধানীতে ১৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবে ১০টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বসবে ৯টি হাট। আগামী ৬ জুলাই থেকে এসব হাঁটে আনুষ্ঠানিকভাবে গরু–ছাগল কেনাবেচা শুরু হবে। চলবে ঈদের দিন পর্যন্ত।

আজ শনিবার রাজধানীর স্থায়ী পশুর হাট গাবতলী হাটে গিয়ে গত বছরের তুলনায় বেশি দামে গরু বিক্রি হতেও দেখা গেছে। ছাগলও বিক্রি হচ্ছে বেশি দামে।

গত বছরের তুলনায় এ বছর গরুর দাম প্রতি মণে ছয় থেকে আট হাজার টাকা বেশি চাওয়া হচ্ছে। দুই থেকে আড়াই মণ ওজনের ছোট আকারের যে গরু গত বছর বিক্রি হয়েছিল ৬০ থেকে ৬৫ হাজার টাকায়, এবার তার দাম চাওয়া হচ্ছে ৮০ থেকে ৯০ হাজার টাকা। দাম বেশি চাওয়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, গবাদিপশুর খাবারের দাম বাড়তি। দাম বেশি গরুর মাংসেরও। সংসারে প্রয়োজনীয় বিভিন্ন নিত্যপণ্যের দামও দফায় দফায় বেড়েছে। সবকিছুর মিলিত প্রভাব পড়েছে কোরবানির বাজারে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, এবার কোরবানির হাটের জন্য সরবরাহ করা গবাদিপশুর সংখ্যা দুই লাখের বেশি বাড়ানো হয়েছে। এ বছর গরু, ছাগল, ভেড়া ও উট মিলিয়ে ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি পশু প্রস্তুত রয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ১৯ লাখ ১৬ হাজার ৭৬৫টি। এর মধ্যে কোরবানি হয় ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি পশু। প্রায় ২৮ লাখ গবাদিপশু বিক্রি হয়নি।

Link copied!