বৈশ্বিক লিঙ্গ সমতা নিশ্চিতে বিশ্ব নেতাদের ৩টি প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে নারী নেতাদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ প্রস্তাব রাখেন।
প্রথম প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক পর্যায়ে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে ‘লিঙ্গ চ্যাম্পিয়ন’ প্রয়োজন। তিনি আরো বলেন, ‘লিঙ্গ সমতা অর্জনে আমরা দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নেতৃত্ব দিতে পারি’। লিঙ্গ সমতা অর্জনে একটি উপদেষ্টা বোর্ড প্রতিষ্ঠার জন্য বিশ্ব নেতাদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘উপদেষ্টা বোর্ড কে স্থানীয়করণ করা দরকার’।
দ্বিতীয়ত প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, নারী নেতৃত্বাধীন সংগঠনগুলোকে পর্যাপ্ত রাজনৈতিক ও আর্থিকভাবে সাহায্য-সহযোগিতা করা প্রয়োজন। এক্ষেত্রে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তৃতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, লিঙ্গ সমতার জন্য সাধারণ কর্মসূচি জোরদার করতে নেতৃবৃন্দের একটি সম্মেলন ডাকা দরকার। প্রধানমন্ত্রী বলেন,‘শুধু নারী নেতৃত্ব নয়, বিশ্বের সকল নেতার এতে যোগদান করা উচিত। লিঙ্গ সমতা নিশ্চিতে দৃঢ় প্রতিশ্রুতি প্রদান করা উচিত’।
লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেতৃবৃন্দের একটি নেটওয়ার্ক গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা বাস্তবতা এবং কোভিড-১৯-এর প্রভাব নারীদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করেছে।
বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ওপর জোর দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে ৭ম অবস্থানে আছে। বর্ধিত সংখ্যক নারী কর্মীবাহিনীতে যোগ দিচ্ছে।
শেখ হাসিনা আরো বলেন, স্বাস্থ্যসেবা খাতে কর্মীদের প্রায় ৭০ শতাংশ ও তৈরি পোশাক শিল্পের কর্মীদের ৮০ শতাংশের বেশি নারী, তারা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে রয়েছে।