শুধু আকাশ না, আমরা পাতালেও যাচ্ছি: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৪:১৭ পিএম

শুধু আকাশ না, আমরা পাতালেও যাচ্ছি: প্রধানমন্ত্রী

দেশের প্রথম পাতাল রেলের নির্মাণকাজ শুরু হয়েছে। গত বছরের শেষ দিকে যাত্রা শুরু হয় মেট্রোরেলের। আরও দ্রুতই চালু হচ্ছে মেট্রোরেলের দুটি স্টেশনও। এর মধ্যে তিন প্রকল্পের আওতায় নতুন রেলপথ উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  ‘শুধু আকাশ না, আমরা পাতালেও যাচ্ছি। ইনশাআল্লাহ ২০২৩ সালের মধ্যে ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে।’

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল পরিবহনের জন্য নির্মিত রেলপথসহ রেলওয়ের তিন প্রকল্পের আওতায় নির্মাণ হওয়া ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

রেলের বিভিন্ন বড় বড় প্রকল্পের তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গে রেল নিতে যমুনা সেতুতে রেল সংযোগ করে দেয়া হয়েছিল। এখন সেখানে আলাদা সেতু হচ্ছে। এতে সড়ক ও রেল উভয়ই ভালোভাবে চলতে পারবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। এখন সেখানে রেলপথ সংযোগের কাজ চলছে।’

শেখ হাসিনা বলেন, ‘পর্যটন নগরী কক্সবাজারে রেললাইনের কাজ প্রায় শেষ। সেখানে আন্তর্জাতিক মানের রেলস্টেশন নির্মাণ করা হচ্ছে। খুব দ্রুতই সেটি উদ্বোধন করা হবে। খুলনা-মোংলা রেললাইন খালেদা জিয়ার আমলে বন্ধ করে দেয়া হয়। আমরা সেটি চালু করছি। এখন প্রায় সব জায়গায় ডাবল রেল লাইন নির্মাণ করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘রেলকে নিয়ে অনেক খেলা হয়েছে; এখনও হচ্ছে। সুযোগ পেলেই রেলের ওপর আক্রমণ করা হয়েছে। তবুও সব বাধা পেরিয়ে আমরা রেলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছি। বিএনপি-জামায়াত জোট লাভজনক খাত রেলকে ধ্বংস করেছে। তাদের সময়ে বহু রেলপথ বন্ধ করে দেয়া হয়েছে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে প্রতিবারই রেলের উন্নতি হয়েছে।’ 

শেখ হাসিনা বলেন, ‘মেট্রোরেলের কথা একটা সময় মানুষ চিন্তাও করতে পারত না, এখন মানুষ প্রতিদিনই উঠছে। মাত্র ১০ মিনিটে আগারগাঁও থেকে উত্তরা যেতে পারছে। এ মাসের মধ্যে আরও কিছু স্টেশন চালু করা হবে। তখন মানুষ এ সেবা পাবে।’

Link copied!