সংক্রমণ বাড়লে রিস্ক না নিয়ে স্থান ব্লক করে দিন: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৪, ২০২১, ০৬:৪৪ পিএম

সংক্রমণ বাড়লে রিস্ক না নিয়ে স্থান ব্লক করে দিন: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ কোনো এলাকায় বেশি হলে স্থানীয় প্রশাসনকে ওই এলাকায় চলাচলসহ অন্যান্য কার্যক্রম স্থানীয়ভাবে বন্ধ (ব্লক) করে তা নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৪ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে কোনোরকম ঝুঁকি না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য কোনো এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বেশি হলে সেসব এলাকায় চলাচলসহ অন্যান্য কার্যক্রম স্থানীয়ভাবে বন্ধ (ব্লক) করে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে বলেছেন তিনি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে আবারও মনে করিয়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

‘করোনা নিয়ে মোটামুটি আলোচনা হয়ে গেছে’ উল্লেখ করে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘অলরেডি আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা লোকাল গভমেন্ট যারা আছেন বা আর্মড ফোর্সেস বা ‘ল’ এজেন্সিজ সবাইকে বলে দিয়েছি তারা স্থানীয়ভাবে বসে, যদি দেখেন কোনও এলাকায় বেশি হচ্ছে (সংক্রমণ) সেই এলাকায় ইমফোর্স করা, ট্রিটমেন্ট বেশি দেওয়া বা লকডাউন; যেটা তারা কমফোর্টেবল ফিল করবে সেভাবে। কারণ পুরো দেশ তো এখন একভাবে স্প্রেড করছে না।’

মন্ত্রিপরিষদ বৈঠকে জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন এবং অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয় হয়েছে বলেও মন্ত্রিপরিষদ সচিব জানান।

 

Link copied!