সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িতে হামলায় অধিকতর তদন্তের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২২, ১১:২৪ পিএম

সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িতে হামলায় অধিকতর তদন্তের নির্দেশ

ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম আজ বুধবার এই আদেশ দেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলাটি অধিকতর তদন্তের নির্দেশনা চেয়ে আদালতের কাছে আবেদন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু।

এ বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, তিনজন সাক্ষীর জবানবন্দিতে ইশতিয়াক নামের এক ব্যক্তির নাম উঠে এসেছে। এ জন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে অধিকতর তদন্ত চেয়ে তিনি আবেদন করেন। আদালত অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন।

২০১৮ সালের ৪ আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হামলার শিকার হন বার্নিকাট। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদারের আমন্ত্রণে তার বাসায় গিয়েছিলেন তিনি। রাত ১১টার দিকে ফেরার সময় অতর্কিতে হামলা চালানো হয় তার গাড়িবহরে। একই সময় বদিউলের বাসায়ও হামলা চালিয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তবে হামলায় বার্নিকাট অক্ষত ছিলেন।

ঘটনার পরদিন (৫ আগস্ট) মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। পরে ১০ আগস্ট অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয় এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশের পশ্চিম বিভাগকে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতেও বার্নিকাটের গাড়িতে হামলার অভিযোগ আনা হয়। তবে এতে ঘটনার সময় রাষ্ট্রদূতকে নিরাপত্তা দিতে পেশাগত দায়িত্ব পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ্য, ঘটনার দিন বদিউলের বাসায় তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট ছাড়াও ড. কামাল হোসেন, তার স্ত্রী হামিদা হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। তখন রাজধানীসহ সারাদেশে নিরাপদ সড়ক আন্দোলন চলছিলো।

Link copied!