১১ বছর ধরে পলাতক হিযবুত তাহরীরের সদস্য যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার: র‍্যাব

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৩, ১২:৫২ পিএম

১১ বছর ধরে পলাতক হিযবুত তাহরীরের সদস্য যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার: র‍্যাব

ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সাজাপ্রাপ্ত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

গ্রেপ্তার তৌহিদুর রহমান তৌহিদ (৩২) জঙ্গি সংগঠনটির ‘দাওয়াহ’ ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল তাঁকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।

আজ রবিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে থেকে হিযবুত তাহরীরের শীর্ষ নেতা তৌহিদুর জঙ্গি তৎপরতা চালাচ্ছিলেন।

র‍্যাব-২–এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. ফজলুল হক জানান, হাজারীবাগ থানার মামলায় সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে তৌহিদুরকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

র‍্যাব বলছে, তৌহিদুর মাদ্রাসা ও স্কুলের তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করতেন। তিনি গণতন্ত্রকে ভাইরাস আখ্যা দিয়ে খিলাফত প্রতিষ্ঠার কাজ করতেন।

র‍্যাব বলছে, গ্রেপ্তার ব্যক্তি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বৈঠক করে হিযবুত তাহরীরের লিফলেট, পোস্টার বিতরণের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত ছিলেন।

Link copied!