সেপ্টেম্বর ৫, ২০২১, ১২:৪৯ পিএম
২০২২ সালের ডিসেম্বরেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দক্ষিণ কাওলা- তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী আরো, এখন পর্যন্ত এই প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৩০. ৫০ ভাগ। পুরো কাজ শেষ হলে ঢাকা শহরের যানজট কমানোর পাশাপাশি জিডিপিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের তৃতীয় ধাপে মগবাজার রেললাইন থেকে কুতুবখালী যাওয়ার পথে কমলাপুর রেলওয়ে স্টেশনের পূর্বদিকের জায়গা নিয়ে রেলওয়ের ‘ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ লাইন নির্মাণ’-প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক হয়ে পড়েছে ঢাকা এক্সপ্রেসওয়ে। প্রকল্পের নকশা অনুযায়ী শাজাহানপুর ফুট ওভার ব্রিজের এখানে এক্সপ্রেসওয়ের পিলারের জন্য যে জায়গা নির্ধারিত ছিল সেখানে দুটি রেল ট্র্যাক স্থাপনের পরিকল্পনা করা হয়েছে।
সেতুমন্ত্রী বলেছেন, এমতাবস্থায় রেলওয়ের সাথে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রয়োজনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা পরিবর্তন করা হবে বলেও জানান তিনি।
এক্সপ্রেসওয়ের তৃতীয় ধাপ মগবাজার থেকে চট্টগ্রাম রোডের কুতুবখালী পর্যন্ত অংশে কাজ হয়েছে মাত্র ২ শতাংশ। এর প্রকল্পে ব্যায় ধরা হয়েছে ৮ হাজার ৯ শত ৪০ কোটি টাকা। এর মধ্যে সরকারী অর্থায়ন হলো ২ হাজার ৪ শত ১৩ কোটি টাকা।