রাজধানীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৮, ২০২৩, ০৪:১৪ পিএম

রাজধানীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানীতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

বিজিবির টইল ইউনিট পল্টন,আরামবাগ,মতিজিল,নটরডেম কলেজ,বিজয়নগর,ফকিরাপুল শাহবাগে অবস্থান নিয়েছে।

এর আগে শনিবার দুপুরে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবি সদস্যরা টহল দেওয়া শুরু করেছে। বেশ কয়েকটি গাড়ি নিয়ে বিজিবি সদস্যদের সেখানে অবস্থান নিতে দেখা গেছে। এর আগে ওই এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

সংঘর্ষে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অন্যদিকে বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এক পর্যায়ে বিএনপি সমর্থিত নেতা-কর্মীরা পিঁছু হটে সমাবেশের দিকে সরে যায়।

Link copied!