লক্ষ্মীপুরে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:২৭ পিএম

লক্ষ্মীপুরে বাস দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে পানিতে ডুবে তিনজন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনকে স্থানীয় ন্যাশনাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়, তবে সেখানেও তাদের মৃত্যু ঘটে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও রাজিব চৌধুরী জানান, দুর্ঘটনায় পানিতে ডুবে মারা যাওয়া দুজনের পরিচয় এখনও জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আরেকজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, তার নাম হুমায়ুন কবির (৫০)। তিনি নওগাঁ জেলার বাসিন্দা।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। বর্তমানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Link copied!