সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৫৭ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৫, ২০২৩, ০৪:৩২ এএম

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৫৭ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক

উদ্ধারকৃতদের বেশিরভাগই নারী-শিশু। সংগৃহীত ছবি

কক্সবাজারে টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৫৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় মোহাম্মদ ইয়াছিন নামে এক শীর্ষ দালালকে আটক করা হয়েছে। তিনি টেকনাফের মহেষখালী পাড়া এলাকার বাসিন্দা।

শুক্রবার রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়ার মেরিন ড্রাইভের সমুদ্রসৈকত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এরমধ্যে বেশিরভাগ নারী-শিশু। তারা উখিয়া-টেকনাফ ক্যাম্পের বাসিন্দা।

এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দালালদের খপ্পড়ে পরে অবৈধভাবে সাগরপথে একটি দল মালয়েশিয়া পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনিসহ পুলিশ একটি দল ওই এলাকা অভিযান পরিচালনা করে। এতে মেরিন ড্রাইভের সমুদ্র সৈকত এলাকায় জড়ো হওয়া নারী ও শিশুসহ ৫৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এ সময় দালাল মো. ইয়াছিনকে আটক করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, গ্রেপ্তারকৃত ইয়াছিনের বিরুদ্ধে মানবপাচারসহ থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!