জানুয়ারি ২৫, ২০২৪, ০৪:১২ পিএম
৮ কেজি ৩০০ গ্রাম কোকেনসহ এক মালাউই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাতে তাঁকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এপিবিএন সদস্যরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এটিই দেশের ইতিহাসে সবচেয়ে বড় কোকেনের চালান। জব্দ করা কোকেনের বাজার মূল্য ১০০ কোটি টাকার বেশি।
রাজধানীর তেজগাঁওয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) তানভীর মমতাজ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক বলেন, আগে থেকেই তাদের কাছে গোপন সংবাদ ছিল। পরে ওই নারীর গতিবিধি দেখে সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁর ব্যাগ তল্লাশি করে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।
তানভীর মমতাজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন, বাংলাদেশকে তিনি ট্রানজিট হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। তাঁর লক্ষ্য ছিল অন্য কোথাও।
তানভীর মমতাজ আরও বলেন, দেশের ইতিহাসে এটাই কোকেনের সবচেয়ে বড় চালান। এর আনুমানিক বাজারমূল্য ১০০ কোটি টাকার বেশি।
বুধবার সন্ধ্যায় হযরত শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় অভিযানিক দল কাতার এয়ারলাইন্স ফ্লাইটে (কিউআর ৬৩৮) অভিযান চালায়। সেই ফ্লাইটে মালাউই নাগরিক নমথেনদাজো তাওয়েরাকে পাওয়া যায়। এ সময় তাকে চিহ্নিত করে নজরদারিতে রাখা হয়।
ভিসা অন অ্যারাইভাল ডেস্ক এসে দীর্ঘক্ষণ বসে থাকেন তিনি। তবে তাকে ভিসা দেয়নি ইমিগ্রেশন পুলিশ। রাত ৮টার দিকে ভিসা না পাওয়ায় তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও বিমানবন্দর আর্মড পুলিশের দল। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তার লাগেজে অবৈধ মাদকদ্রব্য কোকেন আছে। পরবর্তীতে লাগেজের ভিতর থেকে ৮ কেজি ৩০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।