আন্দোলনের চাপের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (১০ মে) রাতে উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, বিশেষ ওই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর সংশোধনী অনুমোদন পেয়েছে।
সংশোধনী অনুযায়ী, এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থকদের বিচার করে শাস্তি দিতে পারবে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব কার্যক্রম—সাইবার স্পেসসহ—নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে বলে জানানো হয়েছে।
একই বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে জনসমক্ষে প্রকাশ করা হবে।