ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১১:১৬ এএম
ছবি: সংগৃহীত
সিএনজি অটোরিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা দেওয়ার ব্যাপারে নির্দেশনা বাতিলের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার, ১৬ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ফোর স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএর ইস্যু করা নির্দেশনাটি আজ বাতিল করা হয়েছে।
এর আগে ঢাকার রামপুরার বনশ্রী, মিরপুর-১ ও মিরপুর-১৪ নম্বরে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। গাবতলী মাজার রোড, তেজগাঁও কলেজ রোড, শনির আখড়া, ধোলাইপাড়, আগারগাঁওসহ বিভিন্ন রাস্তায়ও করেন বিক্ষোভকারীরা।
সকাল ৬টার পর থেকে তারা অবস্থান নেওয়া শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
জাতীয় সংসদ ভবনের সামনে মানুষকে যানবাহনের জন্য ছোটাছুটি করতে দেখা গেছে। আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস, আদালত, স্কুল, কলেজ খোলা। ফলে বিভিন্ন প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
ফার্মগেট, বিজয় সরণি, শ্যামলী এলাকায় সকাল আটটার দিকে সিএনজিচালিত অটোরিকশাগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। চালকেরা কোনো যাত্রী নেননি।
সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশার চালক মিটারের বেশি ভাড়া আদায় করলে তাঁর বিরুদ্ধে মামলা এবং জরিমানা করতে পুলিশকে নির্দেশ দেওয়ার প্রতিবাদে তাঁরা সড়কে নেমে অবরোধ করেছেন।
গত মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পুলিশকে এই নির্দেশনা দেয়। সড়ক পরিবহন আইনে ভাড়াসংক্রান্ত অপরাধে চালকের বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।