বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ প্রতিহত করতে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয় ছাড়াও বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।
বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
এদিন, আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ডে অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্লোগান দেন ও ঝটিকা মিছিল করে।
দলীয় কার্যালয় ছাড়াও, যাত্রাবাড়ী, ফার্মগেট, মিরপুর, ধানমন্ডি, বংশাল, কামরাঙ্গীর চর, বাড্ডা, রামপুরা, বাড্ডা সহ বিভিন্ন ওয়ার্ডে অবস্থান নিয়ে সমাবেশ করতে দেখা যায়।
অবরোধের দ্বিতীয় দিনেও সকাল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে দেখা গেছে নেতাকর্মীদের।
দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে গুলিস্তানে মিছিল করে নেতাকর্মীরা যা শেষ হয় দলীয় কার্যালয়ের সামনে।
এদিন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে বাড্ডায় যুবলীগের আসন ভিত্তিক অবস্থান কর্মসূচি পালন করে যুবলীগ।
অবরোধ বিরোধী শান্তি ও উন্নয়নের মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে এই সমাবেশে অংশ নেন বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, তারা (বিএনপি জামায়াত) দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা মানুষের জানমাল বিনষ্ট করতে চায়। এসকল জঙ্গিবাদ-নৈরাজ্যেকারী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মোক্ষম সময়। এদেরকে প্রতিহত করতে হবে।
নেতারা বলেন, এদের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। এরা জঙ্গিগোষ্ঠী এদেরকে সমূলে উৎখাত করে দেশ থেকে বিতারিত করতে হবে বলে মন্তব্য করেন তারা।
এদিন বিএনপি-জামায়াতের নৈরাজ্যের অপরাজনীতি ও অব্যাহত অবরোধের বিরুদ্ধে প্রতিরোধে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে বংশাল থানা আওয়ামী লীগের শান্তিপূর্ণ অবস্থান নেয় নেতাকর্মীরা।
বিএনপির ডাকা তিন দিনের অবরোধকে ঘিরে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তায় রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ, র্যাব ও বিজিবি।