সন্ধ্যায় আওয়ামী লীগের বৈঠক, আসতে পারে ‘বিশেষ বার্তা’

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১২, ২০২৩, ০২:০৭ পিএম

সন্ধ্যায় আওয়ামী লীগের বৈঠক, আসতে পারে ‘বিশেষ বার্তা’

সংগৃহীত ফাইল ছবি

শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় বৈঠকে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।  সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, শনিবার সন্ধ্যায় গুরুত্বপূর্ণ ওই সভায় আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে দলীয় প্রধানের কাছ থেকে ‘বিশেষ বার্তা’ আসতে পারে বলে দলের একটি সূত্র জানিয়েছে। আওয়ামী লীগের ওই সূত্র জানায়, বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করা, দলীয় কোন্দন নিরসণ এবং  নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলের আন্দোলন মোকাবিলাসহ নানা জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে।

প্রসঙ্গত, এর আগে গত রবিবার গণভবনে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ওই বিশেষ সভায় স্থানীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে তৃণমূল নেতারা প্রধানমন্ত্রীর কাছে নানান অভিযোগ-অনুযোগ তুলে ধরেন। এরপরই শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের নিয়ে বৈঠকে বসছেন দলীয় সভাপতি শেখ হাসিনা।  

Link copied!