মে ১৭, ২০২৫, ০৬:১৫ পিএম
আর্থিক সেবা প্রদানকারী মোবাইল প্ল্যাটফর্ম ‘নগদ’ আবারও অনিয়মকারী একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে গেছে বলে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রতিষ্ঠানটির আইটি বিভাগ দখলে নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যা বড় ধরনের আর্থিক অনিয়ম ও তহবিল তছরুপের আশঙ্কা তৈরি করেছে।
শনিবার (১৭ মে) এক জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ অভিযোগ তুলে ধরেন।
তিনি জানান, নগদে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যাঁকে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি বাংলাদেশ ব্যাংকের দায়ের করা একটি মামলার আসামি এবং তাঁর বিরুদ্ধে বড় ধরনের আর্থিক জালিয়াতির অভিযোগ রয়েছে।
আরিফ হোসেন খান আরও বলেন, আগের পরিচালনা পর্ষদও নগদে বিপুল আর্থিক অনিয়মে জড়িত ছিল।
দেশের কোটি কোটি মানুষ নগদের গ্রাহক হওয়ায় এবং প্রতিষ্ঠানটিতে শত শত কোটি টাকার আমানত থাকায় বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করেছিল।
তবে পরবর্তীতে আদালতে বাংলাদেশ ব্যাংকের আইনজীবীর অনুপস্থিতিতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়।
সেই আদেশকে পুঁজি করে বেআইনিভাবে মামলার আসামিকে সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আশঙ্কা প্রকাশ করে বলেন, অতীতের মতোই দুষ্কৃতিকারীরা আইটি নিয়ন্ত্রণে নিয়ে নগদের ভেতরে অবৈধ লেনদেন, তহবিল চুরি এবং গ্রাহকের অর্থের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।