এলএনজি সরবরাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম বড় চুক্তি বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৫, ১২:৪৩ পিএম

এলএনজি সরবরাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম বড় চুক্তি বাংলাদেশের

ছবি: সংগৃহীত

বাংলাদেশকে বছরে ৫০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য একটি নন-বাইন্ডিং চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

রয়টার্স বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি, যা নতুন মার্কিন প্রশাসনের জ্বালানিবান্ধব নীতিকে প্রতিফলিত করেছে।

কেননা ট্রাম্প যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি বাড়ানোর চেষ্টা করছেন এবং ক্ষমতা গ্রহণের পর তিনি এমনসব নির্বাহী ব্যবস্থা গ্রহণ করেছেন, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি না থাকা দেশগুলোতে এলএনজি রপ্তানির লাইসেন্স বিরতি কাটানো যায়।

মার্কিন জ্বালানি তথ্য সংস্থার (ইআইএ) মতে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক এবং ২০২৮ সালের মধ্যে এর সক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে।  

লুইসিয়ানায় বছরে আড়াই কোটি টন এলএনজি সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো গড়ে তুলছে আর্জেন্ট এলএনজি।

চুক্তিতে বলা হয়েছে, যদি লুইসিয়ানার বন্দর পোর্ট ফোরশনে আর্জেন্ট এলএনজি এই প্রকল্প বাস্তবায়ন হয়, তবে এর কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত কোম্পানি পেট্রোবাংলার কাছে বিক্রি করা হতে পারে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘এই চুক্তি শুধু বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্পে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহই নিশ্চিত করবে না, এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারত্বকেও শক্তিশালী করবে।’  

Link copied!