নভেম্বর ২১, ২০২৪, ০৯:৩২ এএম
রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন রিকশা শ্রমিকরা। ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ পত্যাহারের দাবিতে ঢাকার কামরাঙ্গীরচর, হাজারিবাগ, রায়েরবাজার, মোহাম্মদপুর, আদাবর, গাবতলি, মিরপুরের বিভিন্ন অঞ্চল, উত্তরা, মহাখালীসহ বিভিন্ন অঞ্চলে শ্রমিকরা প্রতিবাদ কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার, ২১ নভেম্বর রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে এই প্রতিবাদ জানানো হয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে মঙ্গলবার তিন দিনের মধ্যে ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেল জানান, সকাল ৯টার দিকে মহাখালী মোড়ে রিকশাচালকরা রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে দেয়। পরে তারা মহাখালীতে রেলক্রসিং অবরোধ করলে চরম দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
হাইকোর্টের আদেশের প্রতিবাদে মহাখালী, মিরপুর, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন।
পল্লবী জোনের সহকারী কমিশনার তানিয়া জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় ব্যাটারিচালিত রিকশার চালকরা মিছিল বের করেছেন। পরে তারা মিরপুর-১০ গোলচত্বর ও রোকেয়া সরণি এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে। এতে এসব এলাকার মানুষ তীব্র যানজটের সম্মুখীন হচ্ছেন।
ঢাকা শহরে চলাচল করা প্রায় ১০ লাখ রিকশার একটি বড় অংশ ব্যাটারিচালিত। এছাড়াও অনেক পুরোনো প্যাডেলচালিত রিকশাকে যান্ত্রিক করার জন্য ব্যাটারি লাগানো হচ্ছে।