ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের ঘিওরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলে থাকা এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার বানিয়াজুরী-ঘিওর সড়কের জাবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম মো. মিতুল (২১)। তিনি উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের কাকজোর গ্রামের মো. বজলুল রহমানের ছেলে। মিতুল মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী ফাহিম আহম্মেদ (২০) আহত হয়েছেন।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয়রা জানান, কাকজোর গ্রাম থেকে মোটরাসাইকেলযোগে দুই বন্ধু মিতুল ও ফাহিম ঘুরতে বের হন। জাবরা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মিতুলের মৃত্যু হয়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘আহত কলেজছাত্রকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’