দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশ এলাকা। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমা।
তবে প্রায় সব মুসল্লি চলে আসায় গতকাল মাগরিবের নামাজের পর থেকেই শুরু হয় বয়ান। বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। সন্ধ্যায় বৃষ্টি হলে বয়ান বন্ধ রাখা হয়।
তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা হচ্ছে আলাদাভাবে। ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। এ পর্বের নেতৃত্ব দেবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।
প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরুর দুদিন আগে বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে স্থান না পেয়ে ময়দানের আশপাশের বিভিন্ন অলিগলি, ফুটপাত সড়ক ও আশপাশের খোলা জায়গায় অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে মুসল্লির আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান।
নামাজের সময়সূচি
বিশ্ব ইজতেমা ময়দানে নামাজের সময়সূচি ঘোষণা করেছে ইজতেমা কর্তৃপক্ষ। সে হিসাবে ফজরের নামাজের আজান হয় ৫টা ২৩ মিনিটে। জামাত হয় ৬টায়। জোহরের আজান হবে ১টায় জামাত হবে ১টা ৩০ মিনিটে, আসরের আজান হবে ৪টা ১০ মিনিটে জামাত হবে ৪টা ৩০ মিনিটে। মাগরিবের আজান হবে ৫টা ৪৯ মিনিটে আর জামাত হবে আজানের কিছু পরপরই। এশার আজান হবে মাগরিবের বয়ান শেষ হওয়ার আধাঘণ্টা পর। আর আজানের আধাঘণ্টা পর জামাত শুরু হবে।