বাড্ডায় গুলিতে নিহত গুলশান থানা বিএনপি নেতা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২৫, ০২:১২ এএম

বাড্ডায় গুলিতে নিহত গুলশান থানা বিএনপি নেতা

রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকার ৪ নম্বর গলিতে এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান সাধন।

ঘটনাটি ঘটেছে রোববার (২৫ মে) দিবাগত রাতে সাবেক কমিশনার কাইয়ুমের বাসার পাশের একটি চায়ের দোকানের সামনে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চায়ের দোকানে দলীয় সহকর্মী ও স্বজনদের সঙ্গে বসে ছিলেন সাধন। এ সময় মুখোশধারী দুই সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন সাধন।

তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে বুক, পিঠ, ঘাড়সহ একাধিক স্থানে গুলির চিহ্ন পাওয়া গেছে।

খবর পেয়ে গুলশান ও বাড্ডা থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সাধন পেশায় ডিশ ব্যবসায়ী ছিলেন এবং গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ বা নিহতের স্বজনরা। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Link copied!