জুলাই গণ-অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন বিষপান করেছেন।
রোববার দুপুরে রাজধানী ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে।
তবে তারা এখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তারা সুস্থ হয়ে ওঠছেন। তবে তারা কেন বিষপান করেছেন, তা এখনো জানা যায়নি।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, বিষপান করা এই চারজন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। আজ রবিবার দুপুর ২টা থেকে আড়াইটার দিকে তারা বিষপান করেন। কর্তৃপক্ষ জানার পর চারজনকেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, জুলাই আন্দোলনে চোখে গুরুতর আঘাত পাওয়া ৫৫ জন এখনো ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে চারজন আজ দুপুরে বিষপান করেছেন। কিন্তু কেন বিষপান করেছেন, বিষ তারা কোথায় পেলেন, তা বুঝতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
আহত ব্যক্তিদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শফিউর রহমান সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “চারজনই এখন ঝুঁকিমুক্ত আছেন।”