প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি ও জামায়াতের প্রতিনিধিত্ব করবেন কারা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২৫, ০৪:৫২ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি ও জামায়াতের প্রতিনিধিত্ব করবেন কারা

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পৃথক বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত সাড়ে ৮টায় জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করছেন। তাই দলের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশ নেবেন আমির ডা. শফিকুর রহমান।

এর আগে, গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির জরুরি সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করা হয়। এই ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা চিন্তা করছেনযা আরও গুঞ্জনের জন্ম দেয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি চায় না প্রধান উপদেষ্টা পদত্যাগ করুন। তবে তিনি যদি না থাকতে চান, তাহলে জনগণই বিকল্প সিদ্ধান্ত নেবে।

Link copied!