অক্টোবর ২০, ২০২৩, ০১:৫৪ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২৮ অক্টোবর বিএনপির পরিণতি হবে ১০ ডিসেম্বরের মতো। ওই দিন তারা গিয়েছিল গোলাপবাগ গরুর হাটে, এবার কোথায় যাবে সেটা সময় বলে দেবে।
আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয় ধানমন্ডির ৩/এ-তে আজ শুক্রবার সকালে পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলে ওবায়দুল কাদের।
কাদের বলেন, অসাম্প্রদায়িক সম্পৃতির দেশ, তবে মাঝে মাঝে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। ভোটের সময় হিন্দু না হলে চলে না, তারা যখন বিপদে পড়বে আমরা তখন তাদের পাশে থাকবো না এটা হতে পারে না।
ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর বেগম জিয়া দেশ চালাবেন বলে দম্ভোক্তি করেছিল বিএনপি। ১০ ডিসেম্বরের মতো ২৮ অক্টোবরও তাদের একই পরিণতি হবে। শুধু চিন্তা করছি কোথায় গিয়ে খাদে পড়বে। ১০ ডিসেম্বর গোলাপবাগের গরুর হাটের খাদে পড়েছিল, এটা কোথায় যায় সেটা দেখার অপেক্ষায়।’
কুমিল্লার সংসদ সদস্যে বাহাউদ্দিন বাহারের মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল জানিয়ে কাদের বলেন, কেউ কোনো কাজ করে থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানান কাদের।