প্রার্থিতা বাতিলই থাকলো শামীম ও শাম্মীর; ফিরলেন সাদিক

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৩, ০৭:২২ এএম

প্রার্থিতা বাতিলই থাকলো শামীম ও শাম্মীর; ফিরলেন সাদিক

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

হাইকোর্টে রিট করেও প্রার্থিতা ফিরে পেলেন না ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হক এবং বরিশাল-৪ আসনে দলটির প্রার্থী শাম্মী আহমেদ। তাদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। প্রার্থিতা ফিরে পেয়েছেন বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সোমবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। অন্যদিকে একই দিনে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দেন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ।

হলফনামায় তথ্য গোপন করায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ফরিদপুর-৩ আসনের প্রার্থী শামীম হকের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। মনোনয়নপত্রে দ্বৈত নাগরিকত্ব (নেদারল্যান্ডস) সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে প্রার্থিতা বাতিল চান এ কে আজাদ। পরে আওয়ামী লীগের এই প্রার্থীর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য হওয়ায় আপিলে তার মনোনয়ন বাতিল করে ইসি।

একই কারণে প্রার্থিতা বাতিল হয়েছে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের। পরস্পরের প্রার্থিতা বাতিল চেয়ে  ইসিতে আপিল করেছিলেন শাম্মী আহমেদ এবং একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও তা গোপন করেছেন বলে অভিযোগ ছিল পঙ্কজের।

শুনানি শেষে শাম্মীর প্রার্থিতা বাতিল হলেও বহাল থাকে পঙ্কজ দেবনাথের। আপিল আবেদন শুনানি করে এমন রায় দেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন (ইসি)। পরে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেন শাম্মী আহমেদ। রিট খারিজ করে ইসির রায় বহাল রেখে শাম্মীর প্রার্থিতা বাতিলের আদেশ দেন হাইকোর্ট।

অন্যদিকে একই অভিযোগে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দেওয়া আদেশ স্থগিত করে তাঁর প্রার্থিতা বহাল রেখেছেন হাইকোর্ট।

এর আগে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বরিশাল-৫ আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্ব ও হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ তুলে সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছিলেন একই আসনের আওয়ামী লীগের প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

গত ১৫ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এ রায়ের বিরুদ্ধে রিট করেন সাদিক আবদুল্লাহ। রিটের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।

Link copied!