ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০২:০৯ পিএম
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি দেশবাসীর শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। শেষ হয়েছে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। চলছে দেয়ালে দেয়ালে রং-তুলির আঁচড়। ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
দেশবাসীর শ্রদ্ধা নিবেদনের জন্য শেষ সময়ের প্রস্তুতি চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। আশেপাশের দেয়ালে দেয়াল লিখন ও নানা রঙের আলপনা আঁকছেন শিল্পীরা।
এ এলাকার রঙ-তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে ৪৮ থেকে ৭১ পর্যন্ত বাঙালি জাতির গৌরবগাঁথা, সংগ্রামের ইতিহাস। দেয়ালে শোভা পেয়েছে মনীষী ও কবিদের পঙক্তি ও উক্তি । অন্যদিকে আলপনা ও বর্ণমালায় সেজেছে শহীদ মিনারের বেদি।
জানা যায় আলপনা ও দেয়াল লেখনিতে ব্যস্ত শিল্পীদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থী।
মহান এই দিবসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গিয়েছে। যদিও দিবসটিকে ঘিরে কোন জঙ্গি হামলার সুনির্দিষ্ট হুমকি নেই, তবুও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ৪ স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন র্যাব মহাপরিচালক, এম খুরশীদ হোসেন।
তিনি বলেন, ‘পর্যাপ্ত সদস্য আমাদের সিভিলে যেমন আছে, ইউনিফর্মেও আছে। এছাড়াও অন্যান্য বাহিনীতো থাকবেই। সবার সঙ্গে সমন্বয় করে এবং মূল দায়িত্বে থাকবে এসএসএফ। তাদের সঙ্গে সমন্বয় করেই আমরা কাজ করছি। অর্থাৎ নিরাপত্তার বিষয়ে আমি জানাতে চাই কোনো ধরনের থ্রেট নেই।’
তিনি আরও জানান, ডগ স্কোয়াড, সিসিটিভি ক্যামেরা, হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকা নজরদারির মধ্যে রাখা হবে। ভার্চুয়াল জগতে র্যাবের সাইবার টিম কাজ করবে যেকোনো উসকানি নিয়ন্ত্রণে। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারাদেশের সকল অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করবে র্যাব।