নভেম্বর ১৯, ২০২৩, ০৫:৪৯ এএম
কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল নির্বাচন সংক্রান্ত আইন-কানুন,নিয়ম-পদ্ধতি ও ভোটের দিনে যানবাহন চলাচল এই সংক্রান্ত আলোচনা হয়েছে। এটা যেহেতু তাদের অগ্রবর্তী দল তাই তারা একটি প্রতিবেদন দিবে। এরই পরিপ্রেক্ষিতে কমনওয়েলথের সেক্রেটারির কাছে তারা জানাবে। তখন কমনওয়েল সিদ্ধান্ত নিবে তারা পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না। রবিবার নির্বাচন কমিশনের সচিব জাহাংঙ্গীর আলম প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
তবে রাজনৈতিক কোন আলাপ হয়নি উল্লেখ করে সচিব জাহাঙ্গীর আলম বলেন, তারা রাজনৈতিক বিষয়ে কোন প্রশ্ন করেনি। এটা শুধু আলোচনা সভা নির্বাচন ঠিক কোন পদ্ধতিতে হবে কিভাবে হবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছে কমনওয়েলথের প্রাক-নির্বাচন প্রতিনিধি দল। রবিবার সকাল ১০ টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়েছে।
বৈঠকে কমনওয়েলথের রাজনৈতিক বিভাগের নির্বাহী কর্মকর্তা জিপ্পি ওজাগো, রাজনৈতিক উপদেষ্টা লিন্ডিউই মালেলেখা, সহ গবেষণা বিষয়ক কর্মকর্তা সারর্থাক রয় ও রাজনৈতিক উপদেষ্টা এবং প্রধান লিনফর্ড অ্যানড্রিউস উপস্থিত আছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য নির্বাচন কমিশনার ও ইসির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত আছেন।