সম্প্রতি ‘টর্চার্স ডিপ্লয়েড অ্যাজ ইউএন পিসকিপার্স’ শিরোনামে ডকুমেন্টারি বা তথ্যচিত্রে প্রচার করেছে জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
শনিবার (২৫ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডকুমেন্টারিটির বিষয়ে নিন্দা করা হয়। এতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনা সদস্যদের নিয়ে একটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপনের অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে সেনাবাহিনী জাতিসংঘের কঠোর নির্বাচন ও যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করে সবসময় সবচেয়ে যোগ্য ও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইকৃত সেনা সদস্যদের মোতায়েন নিশ্চিত করে। সর্বদা এই প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে শান্তিরক্ষী নির্বাচনে উচ্চমানের আচরণবিধি ও পেশাগত দক্ষতার দায়বদ্ধতা প্রমাণ করেছে সেনাবাহিনী।
এতে আরও বলা হয়, ডকুমেন্টারিতে উপস্থাপিত অভিযোগের বিষয়ে ডয়চে ভেলে, সেনাবাহিনীর কাছ থেকে কোনো মন্তব্য নেয়নি। সেজন্য ‘পক্ষপাতমূলক’ ও ‘একপেশে’ এই প্রতিবেদনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডকুমেন্টারিতে অপ্রাসঙ্গিকভাবে সেনাবাহিনীর ভিডিও ফুটেজ ব্যবহার করে অন্য একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানহানি করাই এর মূল অভিপ্রায় ছিল। সম্পূর্ণরূপে এটা একটা ‘পক্ষপাতদুষ্ট অভিপ্রয়াস’, যা ডকুমেন্টারিটির ‘বিশ্বাসযোগ্যতা’ ও ‘গ্রহণযোগ্যতা’ নষ্ট করেছে।