ব্যালট বাদে সব নির্বাচনী উপকরণ বিতরণ সম্পন্ন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৩, ০১:৫৮ পিএম

ব্যালট বাদে সব নির্বাচনী উপকরণ বিতরণ সম্পন্ন

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে তৎপর নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে ব্যালট পেপার ছাড়া প্রায় সব নির্বাচনী উপকরণ মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, ১৫ ও ১৬ ডিসেম্বর ৯ ধরনের উপকরণ পাঠানোর মধ্য দিয়ে ব্যালট বাদে সব ধরনের নির্বাচনী উপকরণ মাঠ পর্যায়ে পাঠানোর কাজ সম্পন্ন হয়েছে।

এগুলোর মধ্যে রয়েছে—অমোচনীয় কালি, বিভিন্ন ধরনের ফরম ও প্যাকেট, ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্র, প্রশিক্ষণ ম্যানুয়েল, নির্দেশিকা, সাংবাদিক ও পর্যবেক্ষকদের পরিচয়পত্র এবং গাড়ির স্টিকার।

এর আগে গত ১০ নভেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ঢাকনা ও লক, বিভিন্ন ধরনের সিল, স্ট্যাম্প, সিল, বিভিন্ন ধরনের ব্যাগ, কাগজ, প্যাড, রশি ইত্যাদি পাঠানো হয়।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, প্রার্থিতা প্রত্যাহারের পর ব্যালট পেপার ছাপানো শুরু হবে। এবার আপিল শুনানি শেষে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২৬০ জনে। এই সংখ্যা কিছুটা কমতে বা বাড়তে পারে।

Link copied!