রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২৪, ০৬:০০ এএম

রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র ছিলেন।

শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে পৌঁছান তিনি। কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ করেন ড. ইউনূস। এ সময় গণমাধ্যমকর্মীদের তিনি জানান, “যে লক্ষ্য নিয়ে আবু সাঈদ বুক পেতে দিয়েছিলেন তা বিফল হতে দেওয়া যাবে না।”

গুলিতে নিহত আবু সাঈদের পরিবারের সদস্যদের কথা শুনতে গিয়ে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যাওয়ার এবং সেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তার।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আগমন ঘিরে রংপুরের ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি তেমন দেখা যায়নি।

গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালীন গুলিবিদ্ধ হন আবু সাঈদ। পর দিন ১৭ জুলাই তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

Link copied!